দলের প্রয়োজনে যে মেসি জ্বলে উঠেন তা আবারও দেখা গেলো ম্যাক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির ম্যাচে। এদিন অতিরিক্ত সময়ে ফ্রি-কিক থেকে দারুন এক গোল করে দলকে জয় এনে দেন তিনি। আর নতুন দলকে জেতাতে পেরে মেসিও বেশ আনন্দিত। তাইতো ম্যাচ শেষে জানালেন, এমনই শুরু চেয়েছিলেন তিনি।
মেসি বলেন, আমাদের জন্য খুবই ভালো একটা ম্যাচ হলো। এমন শুরুই চেয়েছিলাম আমরা, সমর্থকদের এমন একটি জয় উপহার দিতে চেয়েছিলাম। আমরা জানতাম এই প্রতিযোগিতায় জয়ে শুরু করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং সেটা করতে পেরে আমরা ভীষণ খুশি।
মেসির জাদুকরী ফ্রি-কিকের মাধ্যমে ১১ ম্যাচ পর জয় পেয়েছে মায়ামি। এছাড়া লিগেও রয়েছে দলটি তালিকার তলানিতে। তাই এই জয়টা দলকে নতুন করে জিততে শেখাবে ইঙ্গিত করে এলএম টেন বলেন, ‘গোল করার জন্য আমি শেষ একটি সুযোগ পেয়েছিলাম। সব সময়ের মতো আমি এবারও চেষ্টা করেছিলাম গোল করার। সৌভাগ্যবশত আমি তা পেরেছি।
মেসির অভিষেক ম্যাচে দর্শকে কানায় কানায় পূর্ণ ছিলো গ্যালারি। মাঠে উপস্থিত ছিল বিভিন্ন খেলার কিংবদন্তি খেলোয়াড়রাও। সবাই এদিন এসেছিলেন আর্জেন্টাইন তারকার অভিষেক মুহূর্ত দেখতে। তাই ম্যাচ শেষে মেসিও তাদের ধন্যবাদ জানাতে ভোলেনি।
এদিকে মেসির শেষ মূহূর্তের ফ্রি-কিকের গোলকে সিনেমা বলে উল্লেখ করেছেন ইন্টার মায়ামির মেসির স্বদেশি কোচ জেরার্ডো মার্টিনো। তিনি বলেন, এটা সিনেমা, যা আমরা আগেও দেখেছি। আপনারা জানেন, এটা তার জন্য সাধারণ ঘটনা। গোলটা দেখতে খুব স্বাভাবিক মনে হলোও, তা নয়। আমরা একজন সর্বকালের সেরাকে নিয়ে কথা বলছি। সে একমাত্র ব্যক্তি যে ঐ গোল করতে পারত এবং সে করেছে।
আগামী ২৬ জুলাই একই মাঠে আটালান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে মেসির মায়ামি।