গত ২২ জুলাই মিয়ামির জার্সিতে ক্লাবটির ঘরের মাঠ ডিআরভি পিংক স্টেডিয়ামে দুর্দান্ত এক অভিষেক হয়েছে মেসির। সে ম্যাচে শুরুর একাদশে না থাকলেও ৫৪ মিনিটের সময় মাঠে নেমে পার্থক্য গড়ে দিয়েছেন তিনি। যোগ করা সময়ের একেবারে শেষ ভাগে দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করেন মেসি।
এদিকে, ইন্টার মায়ামির নিয়মিত অধিনায়ক ব্রাজিলের মিডফিল্ডার গ্রেগর পায়ে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। তাই এখন দলটির দায়িত্ব কে নেবেন এ নিয়ে প্রশ্ন ওঠেছে। আর এমন প্রশ্নের উত্তর দিয়েছেন কোচ টাটা মার্টিনো।
এবার পুরোপুরি ভাবেই ক্লাবকে নেতৃত্ব দেবেন আর্জেন্টাইন সুপারস্টার। এ বিষয়ে কোচ টাটা মার্টিনো বলেন, অভিষেকের দিন বদলি হিসেবে নামার সময় মেসি অধিনায়ক ছিল। আগামীতে সেই থাকবে। এছাড়া আগামী ম্যাচে মেসি ও সার্জিও বুসকেটসকে শুরুর একাদশে নামানোর চিন্তা করা হচ্ছে বলেও জানান মার্টিনো।