তারুণ্যের হাত ধরে বাংলার ক্রিকেটের জয়যাত্রা চলছেই। সাম্প্রতিক সময়ে তরুণদের হাত ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্য পাচ্ছে বাংলাদেশ। তাইতো এবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বাড়ছে টাইগার ক্রিকেটারদের কদর। এরই ধারাবাহিকতায় লঙ্কান প্রিমিয়ার লিগে ডাক পেয়েন সাকিব ছাড়াও বাংলাদেশের একাধিক তারকা।
সুখবরের শুরুটা তাসকিন আহমেদকে দিয়েই। অনেকদিন ধরে বাংলাদেশের পেস ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন তাসকিন। এর আগে আইপিএলেও ডাক পেয়েছিলেন এই স্পিডস্টার। তবে বিসিবি এনওসি না দেয়ায় সেখানে খেলা হয়নি এ গতি তারকার। এবার তাকে দলে নিতে চায় লঙ্কান প্রিমিয়ার লিগের দল ডাম্বুলা অরা ফ্র্যাঞ্চাইজি।
তাসকিনের পর তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়কে দলে ভিরিয়েছে এলপিএলের দল জাফনা কিংস। এরই মধ্যে হৃদয়কে শ্রীলঙ্কার এ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্রও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লাল-সবুজের জার্সিতে অভিষেকের পর থেকেই ধারাবাহিক ফর্মে রয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
তাসকিন-হৃদয়ের পর শরিফুলকে পেতে আগ্রহী কলম্বো স্ট্রাইকার্স। শরিফুল নিজেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শরিফুল সেখানে খেলতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত না। কারণ, পুরো বিষয়টাই নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি দেয়ার ওপর।
এলপিএলে খেলা আগে থেকেই নিশ্চিত টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুনের। বর্তমানে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলছেন সাকিব। সেখানে আরও কিছু ম্যাচ খেলেই পাড়ি জমাবেন শ্রীলঙ্কায়। নিলামের আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে টেনেছিল গল গ্ল্যাডিয়েটরস।
এবারের এলপিএল ৩০ জুলাই শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। এ সময় বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা না থাকলেও এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ক্যাম্প করবে টাইগাররা। তাই ব্যাটারদের এনওসি দিলেও ইঞ্জুরির শঙ্কায় বোলারদের এলপিএলে খেলার অনুমতি নাও মিলতে পারে।