চেন্নাইয়ের পিচ বোলারদের স্বর্গরাজ্য। আরেকটু স্পষ্ট করলে স্পিন বোলারদের স্বর্গ। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের আগেই তাই বলা হচ্ছিল এই ম্যাচে দাপট দেখাবে বোলাররা। কেউ কেউ এমন অভিযোগও করেছেন নিজেদের স্পিন বীভাগের ফায়দা নিতেই নাকি অজিদের বিপক্ষে এই মাঠে খেলছে ভারত। কথাটার অবশ্য কিছুটা যৌক্তিকতা মিলেছিল ম্যাচের প্রথম ইনিংসে। ভারতের বোলিং তাণ্ডবে ২০০ রানের আগেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস।
কিন্তু এমন পিচ যে বুমেরাং হয়ে ফিরতে পারে, সেটাও হয়ত ভাবতে পারেনি ভারতের ক্রিকেট সমর্থকরা। ২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ রানেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। পরিস্থিতি এমন ছিল রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে তিন ব্যাটার। অধিনায়ক রোহিত শর্মা এবং শ্রেয়াশ আইয়ার ফিরেছেন জশ হ্যাজেলউডের বলে। আরেক ওপেনার ঈশান কিষাণ আউট হয়েছেন মিচেল স্টার্কের বলে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট হাতে সংগ্রাম করছে ভারত। দলীয় রান ৩ উইকেট হারিয়ে ১২ রান। ক্রিজে আছেন বিরাট কোহলি এবং কেএল রাহুল।