রাজধানীর সবুজবাগ থানার পূর্ব মাদারটেকের সিঙ্গাপুর গলির ভেতর একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক নারীর(৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ অক্টোবর) তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের(ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিনা আউয়াল।
তিনি জানান, আজ সকাল ৯টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে একটি আম গাছ থেকে ওই অজ্ঞাত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা ওই নারীর নাম-পরিচয় জানতে পারিনি। আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসা করেও তার পরিচয় পাওয়া যায়নি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।