রাজধানীর মোহাম্মদপুর থানার হুমায়ুন রোডে নারিকেল গাছ থেকে পড়ে নাঈম ফকির (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার একটি বাড়ির নিরাপত্তাকর্মী ছিলেন বলে জানা গেছে।
রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
সহকর্মী আরিফুল জানান নাঈম জানান, আমি ও নাঈম মোহাম্মদপুর ১/৯ হুমায়ুন রোড বাড়ির নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করি। আজ দুপুরের দিকে নাঈম একটি নারিকেল গাছে ওঠে। এ সময় অসাবধানবশত হঠাৎ সে নারিকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায় নাঈম আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।