ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩১ জন নিহত এবং বহু লোক আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা।
গতকাল সন্ধ্যায়, শরণার্থী শিবিরের ভেতরে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ১২টি বাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
এ নিয়ে চতুর্থবারের মতো জাবালিয়া ক্যাম্পে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল।
এতে এখন পর্যন্ত ১১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে শিশুই সাড়ে চার হাজার।