গেলো ২৪ ঘণ্টায় গাজার মধ্য ও দক্ষিণের দু’টি হাসপাতাল থেকে ১৩৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইসরায়েলের পদাতিক বাহিনীর তাণ্ডবে তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে, দেইর আল বালাহ এলাকায় চারজন ও মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন।
এছাড়া খান ইউনিসে হামলা জোরদারের ঘোষণা দিয়েছে তেল আবিব। অন্যদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি জানিয়েছে, উপত্যকার ৩৬ শতাংশ পরিবার চরম খাদ্যাভাবে রয়েছে।
প্রতি ১০ জন বাসিন্দার মধ্যে ৯ জনের ভাগ্যেই প্রতিদিন জুটছে না খাবার।