নিউজ ডেস্ক / বিজয় টিভি
বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট টিম। রোববর বিকেল ৫টা ২০ মিনিটে এমিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় মাশরাফি বাহিনী। আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপ মিশনসহ প্রায় আড়াই মাসের সফর শেষে দেশে ফিরলো টাইগাররা। সেমিফাইনালে খেলার আশা থাকলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় বাংলাদেশ দল। তবে ইতিবাচক ব্যাটিং পারফরম্যান্সের জন্য বিশ্ব মিডিয়ায় ব্যাপকভাবে প্রসংসিত হয়েছে টাইগার বাহিনী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে স্বপ্নের মতো শুরু করেছিলো বাংলাদেশ দল। তবে বোলিং ও ফিল্ডিংয়ের দূর্বলতার কারণে শেষ পর্যর্ন্ত আশা জাগিয়েও সেমিফাইনালে খেলা হয়নি মাশরাফি বাহিনীর।
নিউজ ডেস্ক / বিজয় টিভি