1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরে যাচ্ছেন রোহিত শর্মা! - বিজয় টিভি
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরে যাচ্ছেন রোহিত শর্মা!

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরে যাচ্ছেন রোহিত শর্মা!

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন রোহিত শর্মা। চলমান অস্ট্রেলিয়া সফরেই সম্ভবত টেস্ট ক্যারিয়ারের শেষটা দেখে ফেলেছেন। ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন উঠেছে, এবার আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিতে পারেন রোহিত। তেমন হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে হবে ভারতীয় দলকে।

শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে ওয়ানডে ক্রিকেটের জন্যও নতুন অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন অধিনায়ক সূর্যকুমার যাদব। টেস্ট দলের নেতৃত্ব জসপ্রীত বুমরাহের হাতেই সম্ভবত থাকবে আপাতত।

একদিনের ক্রিকেটের জন্য অন্য কাউকে অধিনায়ক করা হতে পারে। বিসিসিআই কর্তাদের প্রাথমিক তালিকায় রয়েছে তিনটি নাম। টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে ভাবনায় আছেন শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়া। সূর্যকুমারের বয়স এখন ৩৪। হার্দিকের ৩১। ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে হার্দিকের। শুভমান শুধু এক বছর আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়েছেন। বয়স কম হলেও নেতৃত্বের অভিজ্ঞতায় পিছিয়ে রয়েছেন তিনি। বয়স এবং অভিজ্ঞতা মিলিয়ে তাই হার্দিকই এগিয়ে রয়েছেন ওয়ানডেতে দলের অধিনায়ক হওয়ার দৌড়ে। রোহিত দেশে ফিরে অবসর নিলে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিককে দেখা যেতে পারে অধিনায়ক হিসেবে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলছেন, ‘চাপের পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে হার্দিকের। অধিনায়ক হিসেবে অভিজ্ঞ এবং দক্ষ অলরাউন্ডার। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় প্রতিযোগিতায় হার্দিককে অধিনায়ক করা যেতেই পারে।’ তিনি আরও বলেন, ‘শুভমানও অধিনায়ক হতে পারে। তবে ওকে আরও পরিণত এবং অভিজ্ঞ হতে হবে। সূর্যকুমারও ভাবনায় রয়েছে। কিন্তু একদিনের ক্রিকেটে ওর পারফরম্যান্স খুব ভালো নয়। রোহিতকে না পাওয়া গেলে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে হার্দিকই যথাযথ বিকল্প হতে পারে। তাতে দলের ভারসাম্যও ভালো হবে।’

ভারত নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন করতে পারে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশ অনুযায়ী, ১২ জানুয়ারির মধ্যে দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দেশগুলোকে। তার আগেই স্কোয়াড ঘোষণা করতে পারেন অজিত আগারকাররা। তার আগে রোহিতের মতামত জেনে নেবেন বিসিসিআই কর্মকর্তারা।

বোর্ড সূত্রে খবর, রোহিতকে অবসর নেওয়ার জন্য কোনো চাপ দেওয়া হবে না। তবে তিনি নিজে অবসর নিতে চাইলে আটকানোর চেষ্টা করা হবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টের পর কোচ গৌতম গম্ভীরের সঙ্গে রোহিতের সম্পর্কের অবনতি হয়েছে। সিডনি টেস্টের দলে জায়গা হয়নি অধিনায়কের। তাকে খেলানোর জন্য বোর্ডের অনুরোধও মানেননি গম্ভীর। সব মিলিয়ে রোহিতের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাই পরবর্তী অধিনায়ক নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
৯ জানুয়ারি থেকে ঢাকায় শীত বাড়বে

৯ জানুয়ারি থেকে ঢাকায় শীত বাড়বে

রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
৫০ বিচারকের ভারতে যাওয়া বাতিল

৫০ বিচারকের ভারতে যাওয়া বাতিল

রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

এলপিজির নতুন দাম ঘোষণা

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই

অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই

শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৪ বিজয় টিভি || All Rights Reserved.