লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে গুজব, জঙ্গি ও মাদক প্রতিরোধে ‘সচেতনা সপ্তাহ’ উপলক্ষ্যে সমাবেশ হয়েছে।
সকালে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লাসহ অন্যরা। বক্তারা বলেন, বিভিন্ন স্থানে গুজব ছড়িয়ে গণপিটুনিতে হত্যার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এ নিয়ে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি