নিউজ ডেস্ক / বিজয় টিভি
ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু জাফরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। কোনো কাজ না করেই ছয়টি প্রকল্পের সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়।
বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর উপসহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক বাদী হয়ে মামলাটি করেন। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মাহবুবুল আলম জানান, ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে সরকারি প্রকল্পে কোনো কাজ না করে ছয়টি প্রকল্পের অধীনে ৭ লাখ ২৫ হাজার ৪৬৭ টাকা এবং চেয়ারম্যান দোকানভাড়া বাবদ ৪ লাখ ৯২ হাজার টাকা আত্মসাৎ করেন তারা। তাই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে দুদকের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি