নিউজ ডেস্ক/ বিজয় টিভি
মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে বাচাঁতে আইন প্রয়োগের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী ডিজিটাল প্রচারণা কার্যক্রমের উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি। মাদক বিরোধী ডিজিটাল প্রচারণার অংশ হিসেবে নগরীর বিভিন্ন মোড়ে এলইডি স্ক্রিনের মাধ্যমে মাদকের ভয়াবহতা ও প্রতিকারের উপর বিভিন্ন তথ্য জনসাধারণকে দেখানো হবে বলে জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক মুজিবুর রহমান পাটোয়ারী, এ কে এম শওকত ইসলামসহ সিটি কর্পোরেশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তারা।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি