তৈরি পোশাক শিল্পের আধুনিকায়ন এবং উন্নয়নে বন্দরনগরী চট্টগ্রামে তৃতীয় বারের মতো শুরু হচ্ছে তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী ‘গার্মেন্টেক চিটাগাং-২০১৯।
২৯ আগস্ট নগরীর জিইসি কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। দুপুরে নগরীর জামাল খানের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। ১০টি দেশের ৭০টি প্রতিষ্ঠান এতে অংশ গ্রহণ করবে। দেশের তৈরি পোশাক শিল্পের দোরগোড়ায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরতে ‘আসক ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড বাংলাদেশ’ এ প্রদর্শনীর আয়োজন করছে বলেও জানান তারা।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি