বাংলাদেশ এখন কৃষিভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে উৎপাদনশীল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রবিবার বিকেলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ১৭তম ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষ্যে কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয় গুলোকে সনাতনী চিন্তাধারা থেকে বেরিয়ে আসারও আহবান শিক্ষা উপমন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মো. সাজ্জাদ হোসেন, চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ডক্টর মো. সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি