সীতাকুণ্ড ও মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে কমলদহ বাইপাস পার হওয়ার সময় মন্টু বড়ুয়া নামে একজনকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে, একটি যাত্রীবাহী বাসে করে বাড়ি ফিরছিল কিশোর রায়হান। পথিমধ্যে ওই বাসের চাকা পাংচার হলে বাস থেকে দ্রুত নামতে গিয়ে অন্যযাত্রীদের পায়ে পিষ্ট হয়ে মারা যায় সে। নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি