নিউজ ডেস্ক/বিজয় টিভি
বাংলাদেশ ও ভারতের মধ্যে আর্থ-সামাজিক উন্নয়নে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গতকাল সন্ধায় রাজধানীর বারিধারা ভারতীয় হাই কমিশনে ‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক করপোরেশন ডে’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা আরও সময়োপযোগী ও গাঢ় হবে এমন আয়োজনের মধ্য দিয়ে। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে ভারতে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি