বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের শুভ মহালয়া অনুষ্ঠান হয়েছে।
গতকাল কেন্দ্রীয় মন্দির সেবাখোলা প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাস্টার রতন কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী। মঙ্গল প্রধীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাইদুল আরেফিন। প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাঈল হোসেন। এসময় মাসিক ফটিকছড়ি সংবাদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে “মহাদেবী” স্মারক গ্রন্থটি মোড়ক উম্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি