বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। এ সরকার সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
গতকাল (রবিবার) ৩৯৯ কোটি টাকা ব্যয়ে হাটহাজারী নাজিরহাট ফটিকছড়ি আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, আগামী ২০২১ সালের মধ্যে প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ এ সড়ক সম্প্রসারণের কাজ শেষ হবে। সড়কটির নির্মাণ কাজ শেষ হলে চট্টগ্রামের সাথে খাগড়াছড়ির যোগাযোগ আরো সহজতর হবে। সড়ক ও জনপদ অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুছ গণি চৌধুরীসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি