অন্যদল থেকে আসা নেতাকর্মীদের আওয়ামী লীগ স্বাগত জানায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ফ্লাইওভার ব্রীজ নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরও বলেন যারা দলে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের কোনভাবে দলে রাখা যাবে না। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী অনুপ্রবেশকারীদের তালিকা তৈরী করছেন বলেও জানান আওয়ামী লীগের সাধারন সম্পাদক। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয়