বিমান বাহিনীর যুদ্ধবিমানসহ অন্যান্য যন্ত্রপাতি ব্যবহারে যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে ছয়টি স্কোয়াড্রনকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড জাতীয় পতাকা দেয়া উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি । বলেন, যুদ্ধবিমানসহ সকল যন্ত্রপাতি অত্যন্ত মূল্যবান। এগুলো সংরক্ষণে আরো যত্নশীল ও মনোযোগী হতে হবে। দুর্ঘটনা কমিয়ে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হ্রাসে সর্বাত্মক পদক্ষেপ নিতে হবে বলেও জানান রাষ্ট্রপতি। এ সময় বিমান বাহিনীর সদস্যদের আদর্শ সেনা হিসেবে গড়ে তুলতে তাদের প্রশিক্ষনে গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বঙ্গবন্ধু ঘাঁটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সাঈদ হোসেনসহ অন্যান্য সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি