চাকুরী জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে এলজিইডি এর মাস্টাররোল ও প্রকল্পের সকল কর্মকর্তা কর্মচারীরা।
মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে এলজিইডির মাস্টার রোলসহ বিভিন্ন প্রকল্পের কয়েকশ‘ কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহন করেন।
এ সময় বক্তব্য রাখেন, এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদ,টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. কাউসার মিয়া, সাধারণ সম্পাদক মো. নুরে আলম, সহ সভাপতি মিন্টু মিয়া, মো. খলিল মিয়া, মো. কাশেম মিয়াসহ অনেকে।
তারা জানান, দীর্ঘ ২০ বছর যাবত মাস্টাররোলে বিভিন্ন পদে চাকুরী করে এখন পর্যন্ত চাকুরী জাতীয়করণ না হওয়ায় অনেকেই পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাবপন করছেন।
এদিকে, এ বিষয়টি নিয়ে ইতিমধ্যে হাইকোর্ট ও সুপ্রীমকোর্ট রায় দিয়েছে তাদের চাকুরী জাতীয়করণের জন্য। হাইকোর্ট ও সুপ্রীমকোর্ট সেই রায় বাস্তবায়নের জন্য তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা কামনা করেছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি