প্রতীক বরাদ্দের পর রাজশাহী, সিলেট, ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
মঙ্গলবার হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। এরপরই কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগে নেমে পড়েন দুই মেয়র প্রার্থী। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন তারা। রাজশাহীতে প্রতীক পাওয়ার পর, দলীয় কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন।
এরপর নেতাকর্মীদের নিয়ে সাহেববাজার থেকে গণসংযোগ শুরু করেন তিনি। একই সময়ে, নির্বাচনী প্রচারণায় নামেন বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
আগামী ৩০শে জুলাই, সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট হবে। সিটি নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে সব ধরণের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি