নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার নির্বাচন নিয়ে যেসব কথা বলেছেন তা স্বপদে থেকে বলা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন নির্বাচন গ্রহণের প্রক্রিয়া নিয়ে মাহবুব তালুকদার যে কথা বলেছেন তা স্বপদে থেকে বললে আত্মপ্রবঞ্চনা হয়।
আজ (বৃহস্পতিবার) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘পদ্যত্যাগ করে এ কথাগুলো বললে সমীচীন হতো। তিনি (মাহবুব তালুকদার) এর আগেও এ ধরনের কথাবার্তা বলেছেন। মূলত আলোচনায় থাকার জন্য তিনি এ ধরনের কথা বলেন। এতে নির্বাচন কমিশনের কাজে কোনও সমস্যা হবে না।’
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণে ইসি মাহবুব বলেন, ‘নির্বাচন কমিশন আইনত স্বাধীন, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেই স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দী। এ জন্য নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন। নির্বাচন যদি গণতন্ত্রের পূর্বশর্ত হয়, তাহলে গণতন্ত্রের পদযাত্রা অবারিত করতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হতে হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচন ব্যবস্থাপনায় সংস্কার এগুলো চলমান প্রক্রিয়া। শেখ হাসিনার দাবিতেই কিন্তু আজ ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে।’ আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কে হবেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলের মনোনয়ন বোর্ড প্রার্থী ঠিক করবেন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি