সীতাকুণ্ডের সলিমপুর বাইপাসে সড়ক দুর্ঘটনায় বাবলু ফকির নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গভীর রাতে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানটি বন্দর রোডে প্রবেশ করার সময় অন্য একটি লরির পিছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক নিহত হয়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস টিম এবং বার আউলিয়ার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এদিকে, দুর্ঘটনায় আহত অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি