পটিয়ায় দুই বাসের সংঘর্ষে ওমর ফারুক ও অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।
সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার শান্তির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির পরিদর্শক বিমল ভৌমিক জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী পটিয়ার স্থানীয় রুটের একটি বাসের সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে আনার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি