বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা চীন থেকে আসা ইমরানের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে কিনা- তা পরীক্ষা করতে তার শরীর থেকে নমুণা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
আজ (সোমবার) দুপুরে পটুয়াখালী জেনারেল হাসপাতাল থেকে আসা মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ৩ জনের একটি দল এ নমুণা সংগ্রহ করেন।
এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বরগুনা জেলার সিভিল সার্জন ডা. হুমায়ন শাহিন জানান, আইইডিসিআরের নির্দেশে ইমরানকে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে এবং তার নাক থেকে নেজোফ্রিনজেল সোয়াফট ও গলা থেকে সোয়াফট সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তবে এখনো পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি