জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ভাই হাবিবুর রহমান পাতা মন্ডল কর্তৃক পৈত্তিক সম্পত্তির ন্যায্য হিস্যা না দেওয়ায় ৬ বোনেরা সংবাদ সম্মেলন করেছে।
মঙ্গলবার সকালে ভুক্তভোগী মৃত মুনছব আলীর ৬ মেয়ে ও বড় ছেলে শাহবাজপুর বাজারে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মৃত মনছব আলী মন্ডলের মেয়ে হাওয়া বেওয়া, আয়েশা বেওয়া, সুফিয়া বেগম, রোকেয়া বেওয়া, ফাতেমা বেওয়া, ও নুরজাহান বেগম ও বড় ভাই মজিবুর রহমান দুদু ।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে জানান, ৩৯ শতাংশ জমি আমাদের ছোট ভাই হাবিবুর রহমান পাতা দীর্ঘদিন যাবত এককভাবে ভোগদখল করে আসছে। কিন্তু আমরা জমি বুঝিয়ে দিতে বললেও আমাদের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে রেখেছে প্রায় দেড় দশক যাবৎ।
উল্লেখ্য, পৈত্তিক সম্পত্তির ন্যায্য হিস্যা দাবী করে আদালতে ১৯৯৪সালে মামলা করে ১৯৯৫ সালে বোনদের পক্ষে আদালত ডিগ্রী দিলেও এখনো পর্যন্ত ভাই হাবিবুর রহমান পাতা মন্ডল ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে রেখেছে বোনদের।
নিউজ ডেস্ক / বিজয় টিভি