ব্যাটে বলে সবকিছু ঠিকঠাকই ছিল। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পি চৌধুরী’র জুটির প্রথম সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ বড়পর্দায় আসার কথা ছিল ২০ মার্চ।
কিন্তু করোনাভাইরাস আতঙ্কে ২০ মার্চ মুক্তি পাচ্ছে না শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে, নির্মাতা দেবাশিষ বিশ্বাসের এই ছবিটি ২০ মার্চ মুক্তি দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পর শুরু হয় প্রচার প্রচারণা।
মুক্তি দেয়া হয় ছবিটির নতুন গান। দেশের প্রায় ৮০টি সিনেমা হলে এর ট্রেলারও দেখানো হয়। ছবিটি কবে মুক্তি পাবে তা অনিশ্চিত। তবে করোনাভাইরাস আতঙ্ক কেটে গেলে ছবিটি মুক্তির ব্যাপারে আসবে নতুন সিদ্ধান্ত।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি