চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ গৌড় পার্কে বনভোজনের অজুহাতে গোপন বৈঠক করার সময় মঙ্গলবার বিকেলে জামায়াতের ১৭ কর্মীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
আটকৃতরা হলো শিবগঞ্জ উপজেলার জালাল উদ্দিন(৫৬) ও আব্দুস সালাম (৩২) এবং ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকার শরিফুল ইসলাম(৫০)ইউসুফ আলি(২০) মজিবুর রহমান(৬২)হায়দার আলি(৩৮) মোহাম্মদ আলি মর্তুজা(৪০) নাইম আলি(৪০) জালাল উদ্দিন (৩০) তোবজুল ইসলাম (৫০) হাবিবুর রহমান(৪৮) নাসির উদ্দিন(২৪)আতিকুলইসলাম(২৫মনিরুলইসলাম(৩০)আলতাফুররহমান(৪০)বাইতুল্লাহ(৩০) ও হামজালা(৫৫)।
স্থানীয় ও শিবগঞ্জ থানা সুত্রে জানা গেছে, ভোলাহাট উপজেলার কলেজ মোড়ে অবস্থিত এ্যাকটিভ ফাউন্ডেশন নামে একটি সংস্থার নামে সোনামসজিদ পার্কে বনভোজন করার জন্য সংস্থার সদস্য ও শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালী গ্রামের জালাল উদ্দিন (৭০)গত সোমবার পার্ক কর্তৃপক্ষের নিকট অনুমতি নেয়। সে মোতাবেক মঙ্গলবার দুপুরে পার্কের ১নং স্পটে বোনভোজনের নামে তারা বৈঠক করছিল। এ সময় শিবগঞ্জ থানা পুলিশ তাদেরকে ঘেরাও করে জালাল সহ ১৭জনকে আটক করে ।
সুত্রটি আরও জানায় পার্কে ৬৫ জনের নামে বুকিং দেয়া থাকলেও পুলিশের উপস্থিতি দুপুরেই টের পেয়ে তাদের নেতারা পার্কে প্রবেশ না করায় তারা আটক হয়নি।
এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ টি এম মোজাহিদুল ইসলাম জানান, তারা বনভোজনের অজুহাতে গৌড় পার্কে গোপন বৈঠক করার সময় শিবগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে নিয়ে আসে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি