বিশ্বজুড়ে করোনা মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও এই ভাইরাসে সংক্রামিত রোগের সংখ্যা বাড়ছে। তাই এই সংকট কাটাতে মানুষ জমায়েত হওয়ার সুযোগ তৈরি করছেন না বিনোদন অঙ্গনের মানুষেরা।
করোনা ভাইরাসের কারণে ১৮ মার্চ থেকে বন্ধ হয়েছে মঞ্চে নাটক প্রদর্শনী, মহড়া ও এর কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ ও শিল্পকলা একাডেমি।
১৭ মার্চ থেকেই শিল্পকলা একাডেমির পূর্বনির্ধারিত প্রদর্শনী বাতিল করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।
ছোট পর্দার অভিনয়শিল্পী এবং কলাকুশলীরাও নিয়েছেন শুটিং বন্ধের সিদ্ধান্ত। ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে টিভি নাটক সংশ্লিষ্ট সংগঠন ডিরেক্টর্স গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং অভিনয় শিল্পী সংঘ।
এর আগে ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলো। ২০ মার্চ থেকে বন্ধ হচ্ছে স্টার সিনেপ্লেক্সের সব শাখা।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি