করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে টেলিভিশন ও সিনেমা ইন্ডাস্ট্রির শুটিং। এ ধরনের সমস্যায় পরিচালক, প্রযোজক কিংবা অভিনয়শিল্পীরা খুব একটা সমস্যা না হলেও অসুবিধায় পড়েন ক্রুরা।
সেই অসুবিধা কাটাতে এগিয়ে এসেছেন বিভিন্ন বিজ্ঞাপন প্রতিষ্ঠান। তারা তহবিলে বড় অংকের টাকা জমা দিচ্ছেন। যাতে শুটিং বন্ধের জেরে ক্রুদের সংসারটা ঠিকমত চলে।
কলকাতাতেও করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় বন্ধ হয়ে গেছে সমস্ত শুটিং। আর এই শুটিং বন্ধের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করা জুনিয়র টেকনিশিয়ানরা।
তাই জুনিয়র টেকনিশিয়ানদের সাহায্যের জন্য ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া একটি তহবিল তৈরি করেছে।
করোনার প্রভাবে বেকার হয়ে পড়া চলচ্চিত্র কর্মীদের ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাপী জনপ্রিয় মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্স। ২০ মার্চ নেটফ্লিক্সের চিফ কন্টেন্ট অফিসার টেড সারানডোস এক লিখিত বার্তায় এমন তথ্য নিশ্চিত করেছে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি