করনা পরিস্থিতির মোকাবেলায় গত ২৪ মার্চ থেকে লকডাউন করা হয়েছে সারা দেশ। ঘরে বসেই কাজ করছেন মধ্যম আয়ের মানুষজন। কিন্তু অসুবিধায় পড়েগেছেন নিম্ন আয়ের ছিন্নমুল মানুষ। দুমুঠো খাবার জোটাতে যাদের ঘরের বাইরে যেতেই হয় সেই সব মানুষদের পাশে দাঁড়ালো চলচ্চিত্রের নবীন নয়জন অভিনয়শিল্পী।
এই দলে কাজ করছেন চলচ্চিত্রশিল্পী জয় চৌধুরী, আঁচল, বিপাশা কবির, শিরিন শিলা, রুমানা নীড়, কাজী জারা, নাদিম, শিপন মিত্র ও সানজু জন। দলের সদস্যরা মানবিক জায়গা থেকেই উদ্যোগটি নিয়েছেন। নিম্ন আয়ের কিছু মানুষকে খাবার, মাস্ক, গ্লাভস বিতরণ করেছে তারা। আফতাবনগর, রামপুরা ব্রিজ এলাকায় প্রায় দুই’শ প্যাকেট খাবারসহ মাস্ক ও গ্লাভস বিতরণ করেছে দলটি।
শুক্রবার ২৭ মার্চ অসচ্ছল মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রাজধানীর বসুন্ধরা এলাকায় স্বল্প আয়ের মানুষদের হাতে ব্যক্তি উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেন এই নায়িকা।
এসময় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন অপু। অপু বলেন, পুরো বিশ্বের মতো বাংলাদেশও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যার যার জায়গা থেকে করোনাভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
মানুষের ক্ষুধা নিবারণে বিত্তবানদের উদ্দেশে এগিয়ে আসার আহ্বান জানান অপু বিশ্বাস। অপু বিশ্বাস ‘টিম ইয়াং স্টার’ টিমের মতো দেশের এই দুঃসময়ে শোবিজ অঙ্গনের মানুষেরা ব্যক্তিগত ও সংগঠনের পক্ষ থেকে দাঁড়াচ্ছেন অসচ্ছলদের পাশে । ২৭ মার্চ নায়ক-প্রযোজক অনন্ত জলিল ও শিল্পী সমিতির উদ্যোগে চলচ্চিত্রের অসচ্ছল ২৩০ জন শিল্পীকে দেয়া হয়েছে নিত্যপ্রয়োজীয় সামগ্রির প্যাকেট।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি