গাজীপুরের কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর খরাদির বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সর্ম্পকের অভিযোগ উঠেছে।
গেল বৃহস্পতিবার ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করলে বিষয়টি টের পেয়ে মজিবুর খরাদিকে তালাবদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে স্থানীয় চেয়ারমানের সহয়তায় মজিবুর খরাদিকে ছেড়ে দেয়া হয়। তবে দলীয় ভাবর্মূতি ক্ষুণ্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের স্থানীয়র নেতারা।
এই বিষয়ে অভিযুক্ত মজিবুর খরাদি জানান, তার সুনাম নষ্ট করার জন্যই তাকে আটকে রেখে চাঁদা দাবি করে স্থানীয়রা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি