বোয়ালখালীর চরখিজিরপুর এলাকায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে জাহিদ হোসেন (২১) নিহত হয়েছেন। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, জাহিদ হোসেন বিকেলে সিএনজি অটোরিকশাযোগে বাজারে যাচ্ছিলেন।
পথিমধ্যে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান। জাহিদ হোসেন বোয়ালখালীর শাকপুরা এলাকার জুনু মিয়ার ছেলে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি