আনতারা রাইসা: ২০০৭ সালে ২০ এপ্রিল মুম্বাইয়ে অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার ভেতর দুই পরিবার, নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে হয় বলিউডের দুই তারকার। এই বিয়ে গণমাধ্যমের কাছে ‘রাজকীয় বিয়ে’ উপাধি পেয়ে বলিউডের ইতিহাসের অংশ হয়ে যায়। এই দুই তারকা আর কেউ নন।
অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। আজ তাদের ১৩ তম বিবাহ বার্ষিকী। ভারতে এখন লকডাউন থাকায় এই বছর তারা বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান করতে পারেন নি। বর্তমানে তাদের সংসারে একটি ছোট্ট মেয়েও রয়েছে। নাম আরাধ্যা।চলুন তাহলে জেনে নেয়া যাক তাদের নিয়ে কয়েকটি মজার তথ্যঃ
১। বিয়ের পর অভিষেক স্ত্রীর সঙ্গী হয়ে প্রথমবারের মতো কানের লাল গালিচায় হাঁটেন। বিশ্বসুন্দরীর মঞ্চে যান। বাদ যায়নি অপরাহ উইনফ্রে শো। এই জুটির জনপ্রিয়তা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিকেও ছাড়িয়ে যায়।
২। তারকাদের বিয়ের পরই নাকি আসে বিচ্ছেদ। বিচ্ছেদ না হলে কী হবে, বিচ্ছেদের গুজব রটেছে একাধিকবার। বলা হয়েছে, শ্বাশুড়ির সঙ্গে নাকি সম্পর্ক ভালো নয় ঐশ্বরিয়ার। একসময় কারিশমা কাপুরের সঙ্গে অভিষেকের বাগদান হয়েছিল। কিন্তু বিয়ে পর্যন্ত গড়ানোর আগেই সেই সম্পর্ক ভেস্তে যায়। তবে একেকবার গুজবের গল্প ছড়ানোর পরই এই জুটি হাত ধরে বিভিন্ন অনুষ্ঠানে এসেছেন। জানিয়ে দিয়েছেন, তাঁরা একসঙ্গেই আছেন।
৩। ১৯৯৭ সালে প্রথম দেখা হয় অভিষেক ঐশ্বর্যের। সুইজারল্যান্ডে শুটিং- এর জন্য গিয়েছিলেন তাঁরা। ঐশ্বরিয়ার সঙ্গে প্রথম তাঁকে আলাপ করিয়ে দেন ববি দেওল। মিস ওয়ার্ল্ডকে প্রথম সামনে থেকে দেখেন অভিষেক।
৪। তাদের বিয়ে কেনো গোপনে হয়েছিল? এ নিয়ে জলঘোলা কম হয়নি। বলা হয়ে থাকে ঐশ্বরিয়ার সাবেক প্রেমিক সালমান খান ও বিবেক ওবেরয়ের কারণেই বিয়ে গোপনে হয় তাদের।
৫। ২০০৭ সালের জানুয়ারির ১৩ তারিখ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক শীতের বিকেল। সেই বিকেলও খুব গুরুত্বপূর্ণ একটা সময় অভিষেক বচ্চনের জীবনে। সেদিনই তিনি শীতে জমে যাওয়া এক বারান্দায় হাঁটু গেঁড়ে ঐশ্বরিয়াকে জিজ্ঞেস করেছিলেন, ‘আমাকে বিয়ে করবে?’ আর ঐশ্বরিয়া দিয়েছিলেন সবুজ সংকেত।
৬। অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি গণমাধ্যমে। তবে অভিষেক বলেন, ২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির সেটে তিনি ঐশ্বরিয়ার প্রেমে পড়েন। ঠিক করেন, এই নারীর সঙ্গেই বাকি জীবন কাটাবেন। তাই বিয়ের পর ফিল্ম কোম্পানিয়নকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ঐশ্বরিয়া আমার জীবনের সেরা অর্জন।’
৭। সালমানের সঙ্গে যখন প্রেম করতেন ঐশ্বরিয়া, তখন অভিষেকও চুটিয়ে প্রেম করতেন আরেক বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে। জানা যায়, ‘ভাইজানের’ খারাপ ব্যবহারের কারণ এক সময় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ঐশ্বরিয়া। এরপর আরেক বলিউড তারকা বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। বিবেকের সঙ্গেও সেই সম্পর্ক বেশিদিন টিকেনি। ওই সময় কারিশমার সঙ্গে অভিষেক সম্পর্কে জড়ালেও তা মেনে নিতে চাননি অভিষেকের মা জয়া বচ্চন। এরপরই অভিষেক-কারিশমার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।
৮।ঐশ্বরিয়া আর অভিষেক দুজন একসঙ্গে ৬টি ছবিতে অভিনয় করেছেন। তবে এগুলোর ভেতর দুজনেরই পছন্দ মনি রত্নম পরিচালিত ‘গুরু’।
৯। ঐশ্বরিয়াকে এরপর দেখা যাবে মনি রত্নম পরিচালিত ‘পনিয়িন সেলভান’ ছবিতে। আর অভিষেক বচ্চন দেখা দেবেন অনুরাগ বসুর ‘লুডো’, কৌশিক গাঙ্গুলির ‘দ্য বিগ বুল’ ও ক্রাইম থ্রিলার ‘বব বিশ্বাস’–এ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি