সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় টালিগঞ্জ ইন্ড্রাস্ট্রির তারকারা মিলে নির্মাণ করেছিলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝড় থেমে যাবে একদিন’। করোনা নিয়ে সচেতনতা মূলক এই ছবিটিতে কোয়ারেন্টাইনে থেকেও কীভাবে একে অন্যের পাশে থাকা যায় সেই বিষয়টিই তুলে ধরা হয়েছিল।
অরিন্দম শীলের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত, ঋতুপর্ণা সেনগুপ্ত, পরাণ বন্দপাধ্যায়, মিমি চক্রবর্তী, কোয়েল মল্লিক, দেব ও রুক্সিনী।
এবার টালিগঞ্জের এক ঝাক তারকারা মিলে নির্মাণ করলেন করোনা সচেতনতা মূলক গানের ভিডিও। ‘এই বাংলা আমার হাসবে আবার’- শিরনামের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন পরিচালক রাজ চক্রবর্তী।
ভিডিওটিতে দেখা মিলবে পাওলি দাম, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, শ্রাবন্তি চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা ব্যানার্জি, নুসরাত জাহানসহ অনেকের।
প্রত্যেকেই নিজ নিজ বাসা থেকেই অংশ নিয়েছেন ভিডিওটির নির্মাণ কাজে। সবচেয়ে বড় চমক গানটিতে গিটার ও ড্রামসের পেছনে ছিলেন পরমব্রত ও যিশু। আর গানের একেবারে শেষে হাজির হয়ে করোনাকে জয় করার কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
প্রসেনের কথা ও অরিন্দমের সুর ও সংগীতে গানটি গেয়েছেন শাশ্বত সিংহ ও নিকিতা গাঁন্ধী। করোনা মানেই মৃত্যু নয়, ভয় নয়, বাধা-বিপত্তি কাটিয়ে এক নতুন সকাল আসবে ঠিক—এই বার্তাই দেওয়া হয়েছে গানটিতে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি