লক ডাউনে কাজ হারানো অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে ভারতের অসংখ্য চলচ্চিত্র তারকা। সেই তালিকায় এবার নাম লিখিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা, ‘বাহুবলি’ খ্যাত তামান্না ভাটিয়া। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে অর্থ উপার্জনের আশায় মুম্বাই পাড়ি জমানো ১০হাজার মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন তামান্না।
এই কাজে তামান্নাকে সাহায্য করছে লেটস অল হেল্প নামের একটি এনজিও। এ প্রসঙ্গে তামান্না বলেন, ‘করোনা মহামারীতে মানুষের জীবন বিপর্যস্ত। যতক্ষণ না পর্যন্ত করোনার যথাযথ চিকিৎসা আবিষ্কৃত না হচ্ছে ততোক্ষণ পর্যন্ত লকডাউনে ঘরে থাকার বিকল্প নেই । আসুন, আমরা এমন কিছু করি যাতে এই লক ডাউকে কাউকে ক্ষুধা পেটে না ঘুমাতে হয়।
এদিকে কোভিড-১৯ মহামারির সঙ্গে জীবনবাজি রাখে লড়ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। যুক্তরাষ্ট্র ও ভারতের পেশাদার স্বাস্থ্যকর্মীদের জন্য ২০ হাজার জোড়া জুতা দেওয়ার ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এরমধ্যে ভারতের কেরালা, মহারাষ্ট্র, হরিয়ানা ও কর্নাটক রাজ্যের সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা পাবেন ১০ হাজার জুতা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সিডার্স-সিনাই হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্যেও সমান সংখ্যক জুতা দিচ্ছেন প্রিয়াঙ্কা। লস অ্যাঞ্জেলেসেই স্বামী নিক জোনাসের সঙ্গে আছেন সাবেক এই বিশ্ব সুন্দরী।
ভারত জুড়ে চলছে লকডাউন। এমন অবস্থায় মানুষের মন ও দৈহিক নানান বিষয় নিয়ে কথা বলতে ২৪ এপ্রিল অনলাইনে উপস্থিথ থাকার কথা ছিল বলিউড নায়িকা দিপিকা পাড়ুকনের।
তবে অনিবার্য কারনবসত উপস্থিত থাকতে পারেনি দীপিকা। তবে ইনস্টাগ্রামে দিপিকা লিখেছেন, ‘সবাই কেমন আছেন। দুঃখের সঙ্গে জানাচ্ছি, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ডব্লিউএইচও’র মহাপরিচালকের সঙ্গে আমার আড্ডা হচ্ছে না।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি