আব্বাস ছবি দিয়ে বাজিমাত করা চিত্রনায়ক নিরব ফিরছেন নির্মাতা সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ছবির মাধ্যমে। চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে জুটি বেঁধে এই প্রথম সিনেমায় পর্দা ভাগাভাগি করছেন নায়ক নিরব।
এদিকে টিভি সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে সিনেমায় অভিষেক শবনম বুবলীর। ‘ক্যাসিনো’র মাধ্যমে অন্য নায়কের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করলেন এ নায়িকা।
ছবির কাজ শুরুর আগেই এর পোস্টারে ধরা দিয়েছিলেন চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা বুবলী। গত ২৪ নভেম্বর শুটিং শুরু হয়ে তিন ধাপে শেষ হয় সিনেমাটির দৃশ্যধারণ। করোনাভাইরাস পরিস্থিতির আগ দিয়েই এর শুটিং শেষ হয়।
এবার নির্মাতা সৈকত নাসির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ‘ক্যাসিনো’ সিনেমার দ্বিতীয় পোস্টার। প্রথম পোস্টারে বুবলী থাকলেও ক্যাসিনোর থিমে করা নতুন পোস্টারে দেখা গেছে উড়ন্ত টাকার মধ্য দিয়ে রিভালবার হাতে চিত্রনায়ক নিরবকে।
এদিকে নির্মাতা জানিয়েছেন, ছবির সম্পাদনা প্রায় শেষ। ডাবিংয়ের কাজটি শুধু বাকি আছে। নিরব-বুবলী ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আরও অভিনয় করেছেন তাসকিন ও দোয়েল। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মুক্তির মিছিলে আসবে ছবিটি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি