রমজান শেষে ঈদ কড়া নাড়ছে দরজায়। এবার ঈদে নতুন কিছু পর্দায় আসছে কিনা তা নিয়ে চিন্তিত ছিলেন তারকা-দর্শক সবাই।
দর্শকদের নতুন কিছু উপহার দিতে ঘরে থেকেই কিছু নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা দেবাশিষ বিশ্বাস। ঘরে বসেই তিনি নির্মাণ করবেন ‘আলো আসবেই’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
এতে যেখানে অভিনয় করছেন সিনেমার জনপ্রিয় ১২ তারকা। বিষয়টি নিশ্চিত করে দেবাশীষ বিশ্বাস জানান, সিরিয়াস কমেডির মাধ্যমে এই স্বল্পদৈর্ঘ্যে করোনাকালীন নানা বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি থাকছে সচেতনতামূলক বার্তাও।
কোনও ব্যবসায়িক উদ্দেশ্য নয় বরং দায়বদ্ধতা থেকেই কাজটি করছেন দেবাশীষ। আর এজন্য শিল্পীরাও কোনও পারিশ্রমিক নিচ্ছেন না। ইতোমধ্যে ছবির পাণ্ডুলিপি শিল্পীদের কাছে পাঠানো হয়েছে। শিগগিরই শুরু হবে শুটিং।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করছেন ইমন, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, ববি হক, বাপ্পি চৌধুরী, সাইমন সাদিক, জায়েদ খান, মিশা সওদাগর, অমিত হাসান, আঁচল, তমা মির্জা ও শাহরিয়াজ। ঈদের আগেই স্বল্পদৈর্ঘ্য ছবিটি মুক্তি পাবে।
জনপ্রিয় সিনেমা ‘আয়নাবাজি’র সূত্র ধরে তৈরি হচ্ছে বিশেষ ওয়েব সিরিজ ‘ঘরে বসে আয়নাবাজি’। ওয়েব সিরিজটির জন্য তৈরি হয়েছে অর্ণবের নতুন একটি গান। সিনেমা ব্যবহৃত অর্ণবের ‘এই শহর আমার’ গানটি নতুন কথায় ব্যবহার করা হচ্ছে।
চলমান করোনাকালের পরিস্থিতির কারণে কথাগুলো বদলে ফেলা হয়েছে বলে জানান পরিচালক। শনিবার ৯ মে ফেসবুক পেইজে প্রকাশিত হয়েছে গানটি।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি