নাটক, বিজ্ঞাপন ও উপস্থাপনার কাজে যুক্ত হয়ে আছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। যিনি মিথিলা নামেই বেশি পরিচিত। শুধু তাই নয়। অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিত তিনি। সব মাধ্যমেই নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন এই তারকা।
এদিকে, করোনায় শুটিং বন্ধ। কিন্তু ঘরবন্দি অবস্থায় চলছে নির্মাণ। এবার বাংলাদেশ ও ভারতের প্রযোজনায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দূরে থাকা কাছের মানুষ’। ছবিতে অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা।
স্বল্পদৈর্ঘ্যের এই ছবিটিতে মিথিলার বিপরীতে অভিনয়ে আছেন কলকাতার অভিনেতা বিক্রম চ্যাটার্জি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। করোনা সময়ের গল্প নিয়ে ঘরে বসেই নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘দূরে থাকা কাছের মানুষ’।
এদিকে, কিংবদন্তি সুরকার লোকমান হোসেন ফকিরের বিখ্যাত গান ‘আবার জমবে মেলা’ আসছে নতুন করে। করোনার এই প্রেক্ষাপটকে নিয়ে উৎসাহমূলক এ কাজটির নির্মাণ করছে ভারতীয় অনলাইন প্ল্যাটফর্ম জি-ফাইভ।
গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় চার সঙ্গীতশিল্পী রাফা, নেমেসিসের জোহাদ, এলিটা করিম ও সভ্যতা। নতুন করে এর সংগীত আয়োজন করেছেন রাফা।
এর পাশাপাশি গানের ভিডিওতে দেখা যাবে অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, ইয়াশ রোহান ও নাফিজা তুষিকে। আর এর জন্য বাসায় বসে সব শিল্পী কাজ করেছেন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি