চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষার জন্য এলাকা ও প্রতিষ্ঠানভিত্তিক ল্যাব নির্ধারণ করা হয়েছে। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজে স্বাস্থ্য প্রশাসনের এক বৈঠকে নতুন করে এ সিদ্ধান্ত নেয়া হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।
সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও দামপাড়া পুলিশ হাসপাতালে সংগ্রহ করা নমুনাগুলো পরীক্ষা করা হবে নতুন চালু হওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে।
ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে পরীক্ষা করা হবে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নমুনা। আর চট্টগ্রামের বাইরে অন্যান্য জেলার নমুনাগুলো ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা করা হবে।
অন্যদিকে, চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে সরকারি বিভিন্ন বাহিনীর নমুনা পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। এদিকে, চলমান করোনাযুদ্ধে শামিল হতে ৭১ জন নতুন চিকিৎসক যোগ দিয়েছেন চট্টগ্রামে। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসব চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি