ভাইরাস ও ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করছে দীপ্ত। মাসখানেক আগে সে কলকাতায় ফিরেছে লন্ডন থেকে। হঠাৎ করে সে আবিষ্কার করলো তার ১৪ বছর আগে হারিয়ে যাওয়া প্রেমিকা বন্যাকে।
ঢাকা শহরে থাকছেন বন্যা। সাংবাদিকতা ছাড়াও গান করেন তিনি। ১৪ বছর আগে মরে যাওয়া প্রেম যেন প্রাণ পায় এই করোনাকালে এসে। এমনি গল্পে নির্মাতা শাহরিয়ার পলক নির্মাণ করেছেন ‘দূরে থাকা কাছের মানুষ’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
স্বল্পদৈর্ঘ্যের এই ছবিটিতে বন্যার ভূমিকায় মিথিলা আর দীপ্ত চরিত্রটির ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার অভিনেতা বিক্রম চ্যাটার্জি। করোনায় ঘরবন্দি এই সময়ে মানুষকে একটু বিনোদন দিতেই এই আয়োজন।
নির্মাতার নির্দেশনাতেই ঢাকা-কলকাতা মিলিয়ে মোট ৪ দিন শুটিং হয়েছে। দুজন শিল্পী নিজ নিজ বাসায় থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন। এই প্রথম অভিনেতা বিক্রম ও মিথিলা একসঙ্গে পর্দা ভাগাভাগি করলেন।
নাটক, বিজ্ঞাপন ও উপস্থাপনার কাজে যুক্ত হয়ে আছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। শুধু তাই নয়, অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিত তিনি। করোনা সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে এমন অনেক কিছুই করছেন মিথিলা। ছবিটিতে মিথিলা অভিনয়ের পাশাপাশি রবীন্দ্রনাথের গানও গেয়েছেন।
এদিকে, এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটির ডিজিটাল রিলিজ থেকে আয়কৃত অর্থ, দুই বাংলার প্রোডাকশনের সঙ্গে জড়িত থাকা কম আয়ের কর্মীদের কল্যাণে ব্যয় করা হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি