ওয়ারফেইজ ব্যান্ডের তুমুল শ্রোতাপ্রিয় গান ‘নেই প্রয়োজন’। শ্রোতাদের আলোচনার খোরাক যুগিয়েছে নব্বইয়ের দশকের এই গানটি। ১৯৯৮ সালে ব্যান্ড ওয়ারফেইজের ‘অসামাজিক’ অ্যালবামে প্রকাশ হয়েছিল ‘নেই প্রয়োজন’ গানটি।
এবার নতুন আয়োজনে গানটি প্রকাশ করল দেশের আরেক শ্রোতাপ্রিয় ব্যান্ড দল ইনদালো। ব্যান্ডটির ইউটিউব চ্যানেল ও ফেইসবুজ পেইজে ব্যান্ড ওয়ারফেইজের এই গানটি প্রকাশ পেয়েছে নতুন সংগীত আয়োজনে।
পুরানো ব্যান্ডের গান নিয়ে ‘নতুন খামে পুরানো চিঠি’ শিরোনামে তিন গানের ইপি অ্যালবাম প্রকাশের অংশ হিসেবে প্রকাশ পেয়েছে গানটি। পুরানো গানগুলো নতুন আয়োজনে পরিবেশন করছে ইনদালো। ওয়ারফেইজের গানটি গেয়েছেন জন কবির।
পরিস্থিতি এখন মানুষের প্রতিকূলে। স্বাভাবিক নিয়মে নেই শিল্পীরাও। করোনা সময় সাধারণ মানুষকে ঘরবন্দি রাখলেও শিল্পীরাও এর ব্যতিক্রম হচ্ছেন না। ঘরে থেকেই করছেন গান। এই সময়ে অন্তর্জালে প্রকাশ পেয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খানের নতুন গান।
‘আবারও’ শিরোনামের নতুন এই গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী হৃদয় খান। গানটির কথা সাজিয়েছেন মালিহা তাজনিন তানি। সুর ও সঙ্গীত আয়োজন করেছে হৃদয় খান নিজেই।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে এইচ কে প্রোডাকশন। এর আগে চলমান করোনা সময়ে একাধিক মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন হৃদয় খান। তবে এবার একক গান নিয়ে মিউজিক ভিডিও প্রকাশ করলেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি