করোনাকালে চলচ্চিত্রাঙ্গনের ক্ষতির পরিমাণ তিনশ কোটি টাকা, বলছে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। করোনা পরবর্তী সময়ে চলচ্চিত্রাঙ্গন কীভাবে ঘুরে দাড়াবে, তা নিয়ে অনেকেই করছেন পরিকল্পনা। সরকারের কাছে প্রনোদনা চেয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট নেতারা।
এসবের বাইরে ব্যাক্তিগতভাবেও চলচ্চিত্রের উন্নতির জন্য ভাবছেন অনেকে। যার মধ্যে অন্যতম দেশের সুপারস্টার শাকিব খান। করোনা–পরবর্তী সিনেমাঙ্গন বাঁচাতে নতুন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
(ভিডিওটি দেখতে ক্লিক করুন নিচের ইউটিউব লিংক এ)
শাকিব খান জানিয়েছেন, এখন থেকে ছবিপ্রতি পারিশ্রমিক তিন ভাগের এক ভাগ নেবেন। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অন্য সবাইকেও আহ্বান করছেন সেই সিদ্ধান্তে সাড়া দিতে।
চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকদের মতে, শাকিব খান ছবিপ্রতি সম্মানী নেন ৬০ লাখ, কেউ বলেন ৫০ লাখ, আবার কারও মতে ৭০ লাখ। তবে সম্মানি তার যাই হোক আপাতত আর এই সম্মানি নয়। চলচ্চিত্রকে বাঁচাতে নিজের সম্মানী কমানোর এই সিদ্ধান্ত চূড়ান্ত।
নিউজ ডেস্ক/বিজয় টিভি