তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন, সে দেশের একজন কর্মকর্তা।
নৌকাটিতে ৫০ জনেরও বেশি অভিবাসী ছিল বলেও জানান তিনি। দেশটির এসফ্যাক্স উপকূলের কাছে অভিবাসীদের এ মৃতদেহগুলো পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ইতালি যাওয়ার উদ্দেশ্য নিয়েই তারা যাত্রা শুরু করে।
এদিকে, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও সেনাবাহিনী। গত বছরই এ ধরনের একটি ঘটনায় ৮৬ জন আফ্রিকান অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। উল্লেখ্য, ইউরোপ ও আফ্রিকার মধ্যে ট্রানজিট হিসেবে তিউনিসিয়াকে ব্যবহার করে থাকে অভিবাসন প্রত্যাশীরা।