তুর্কী সামরিক বাহিনী রোববার রাতে ইরাকের উত্তরাঞ্চলে নিষিদ্ধ ঘোঘিত কুর্দি বিদ্রোহীদের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের টুইটার বার্তায় বলা হয়, ‘অপারেশন ক্লাউ-ঈগল শুরু হয়েছে। আমাদের সামরিক বাহিনীর বিমান সন্ত্রাসীদের বিভিন্ন ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে।’
এতে আরো বলা হয়, কান্দিল, সিনজার ও হাকুর্কসহ ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তানওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে এসব বিমান হামলা চালানো হয়।
আঙ্কারা ও তাদের পশ্চিমা মিত্র দেশগুলো পিকেকে গ্রুপকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহৃত করে এটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। পিকেকে ১৯৮৪ সালে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ইরাকের উত্তরাঞ্চলে গ্রুপটির ঘাঁটি রয়েছে।
তুরস্কের সামরিক বাহিনী দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে এবং ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি