তিন ব্যক্তিকে ছুরি মেরে খুনের ঘটনা ঘটল ইংল্যান্ডের রিডিংয়ে ৷ পাশাপাশি আহত তিনজন ৷ এর আগেও একাধিকবার ভিড়ের মধ্যে গুলি চালনা বা এলোমেলো ছুরি চালনার ঘটনা ঘটে ফের একবার সেরকমই কায়দায় হামলা চালানো হল ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রিডিংয়ের পার্কে ৷ দক্ষিণ এই ইংলিশ টাউনে এই নক্কারজনক হামলার ঘটনা ঘটছে৷ পুলিশ জানিয়েছে এটা কোনও সন্ত্রাসবাদী হামলা নয় ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে গ্রিনউইচ মিন টাইম অর্থাৎ সন্ধ্যা ৬ টার সময় ফরবুরি গার্ডেন্স ছুরি হাতে যাকে সামনে পাচ্ছিলেন তার ওপরেই আক্রমণ শানাচ্ছিলেন ৷ গ্রীষ্মের রৌদ্রকরোজ্জ্বল সন্ধ্যায় সকলে হাঁটচ্ছিলেন সকলে ৷ সে সময় লন্ডনের থেকে ৬৫ কিলোমিটার পশ্চিমের রিডিংয়ের পার্কে প্রচুর মানুষ ছিলেন ৷
২৫ বছরের ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করা হয়েছে ৷ তবে আরও কোনও সন্দেহভাজনের খোঁজ করছে না পুলিশ ৷ ডিটেকটিভ চিফ সুপারিনটেনডেন্ট ইয়ান হান্টার জানিয়েছেন , ‘সাধারণ মানুষের আর কোনও বিপদ নেই বলে ইনটিলিজেন্স জানিয়ে দিয়েছে ৷ তবে সাধারণ মনাুষ যদিও সন্দেহভাজন কিছু দেখেন তাহলে সে বিষয়ে পুলিশকে যেন খবর করেন ৷ ’
কেন এই ঘটনা ঘটেছে তার কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷ কারণ কাউন্টার টেরোরিজম পুলিসিং সাউথ ইস্ট জানিয়েছে কোনওভাবে এখনও এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের যোগাযোগ নেই ৷
এক প্রত্যক্ষদর্শী আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একটি ৮-১০ জনের বন্ধুর গ্রুপের দিকে হঠাৎ করেই ছুরি হাতে দৌড়তে শুরু করে ঘাতক ৷ তারপর চালাতে শুরু করে এলোপাথাড়ি ছুরি ৷ কেন এটা শুরু হয়েছে কেউ কুছু বোঝার আগেই ঘাতক দুর্বিষহভাবে এই ছুরি চালাতে শুরু করে ৷ ’
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘আমার সমবেদনা তাঁদের প্রতি যাঁরা রিডিংয়ের এই ঘটনার শিকার, আমি ধন্যবাদ জানাই এমার্জেন্সি সার্ভিস প্রদানকারী সংস্থাগুলিতে যারা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনেন ৷ এই মুহূর্তে আহতদের চিকিৎসা চলছে ৷ সূত্র: নিউজ ১৮