1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে
রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

বয়স যেন শুধুই সংখ্যা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য। ৩৯ বছর বয়সেও তার পারফরম্যান্সে নেই কোনো ভাটা। সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে তিনি অব্যাহত রেখেছেন নিজের অসাধারণ ফর্ম। এতে করে জয় নিয়ে মাঠ ছেড়েছে আল নাসর।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে ঘরের মাঠে দামাকের মুখোমুখি হয় আল নাসর। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। ম্যাচের ১৭তম মিনিটেই স্পটকিক থেকে গোল করে দলকে লিড এনে দেন রোনালদো। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় দামাক। ৫৬ মিনিটে তাদের ডিফেন্ডার আব্দেলকাদের বেদরেন লালকার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। এই সুযোগে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আল নাসর।

ম্যাচের ৭৯ মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের পাস পেয়ে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এই গোলে দলকে আরও এগিয়ে নিয়ে যান তিনি। ম্যাচের শেষ মুহূর্তে হ্যাটট্রিক করার সুযোগ পান রোনালদো। তবে গোলরক্ষককে একা পেয়ে সরাসরি শট না নিয়ে সতীর্থ তালিস্কাকে বল বাড়ান তিনি। তালিস্কা বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

এই ম্যাচে জোড়া গোল করার পর রোনালদোর ক্যারিয়ারের মোট গোল সংখ্যা দাঁড়াল ৯১৫-তে। হাজার গোলের মাইলফলক ছুঁতে আর মাত্র ৮৫ গোল প্রয়োজন। চলতি বছরে ৫০ ম্যাচে এটি তার ৪২তম গোল।

রোনালদোর ফর্ম দেখে মনে হয়, বয়স তার জন্য কেবল একটি সংখ্যা। এমন ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি ফুটবল বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন, তিনি এখনো নিজের সেরা ফর্মে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

বুধবার, ৯ জুলাই, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.