এক নাম। এক পরিচয়। কুমার বিশ্বজিৎ। বাংলা গানের কোল জুড়ে অসামান্য কালজয়ী গানে যিনি তিন প্রজন্মের সংগীতপ্রেমী দর্শকের মনে ঠাই নিয়ে আছেন। গানে গানে সুরের মূর্ছনাতে মানুষের মন কাবু করে নিয়েছেন তিনি অনবদ্য সংগীত পরিবেশনায়।
সংগীতশিল্পী বাপ্পা মজুমদারও পিছিয়ে নেই। নিজে যেমন গান লিখেছেন তেমনি সুর করেছেন। আর নিজের সব অনবদ্য সৃষ্টিতে কণ্ঠও দিয়েছেন। কি ব্যান্ডের গান কিংবা নিজের মৌলিক গান। সবখানেই রেখেছেন নিজের স্বকীয়তার ছাপ। হয়েছেন শ্রোতানন্দিত।
ইমরান মাহমুদুল এ প্রজন্মের একজন সংগীতশিল্পী। চলতি সময়ে নিজের সংগীত প্রতিভায় জনপ্রিয়তা তিনিও পেয়েছেন। এবার জ্যেষ্ঠ সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদারের সঙ্গে বিচারকের আসনে বসছেন এ প্রজন্মের সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
টিভি রিয়েলিটি শো’র বিচারক হিসেবে তিন জনেরই অভিজ্ঞতা রয়েছে। নতুন খবর হলো, এর আগে ভিন্ন ভিন্ন আয়োজনে তারা বিচারক হিসেবে কাজ করলেও এবারই প্রথম পাশাপাশি বসতে যাচ্ছেন তারা। তিন প্রজন্মের তুমুল শ্রোতানন্দিত সংগীতশিল্পী এই আয়োজনে যুক্ত হয়েছেন।
‘ধ্রুব মিউজিক আমার গান’ নামের এই প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে যুক্ত হয়েছেন কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার ও ইমরান মাহমুদুল। যদি কেউ নিজে গান লিখতে পারে, সুর করতে পারে এবং গাইতে পারে। এই তিনটি গুণ যাদের মধ্যে আছে তারাই অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়।
প্রতিযোগিতাটির আয়োজন করছে ধ্রুব মিউজিক স্টেশন। গত ৫ জুলাই থেকে শুরু হওয়া ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতায় গান জমা দেওয়া যাবে ৪ আগস্ট পর্যন্ত। গান পাঠানো যাবে dhrubamusicstation@gmail.com এই মেইলে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি